Logo

সারাদেশ

আদালত চত্বরে আইনজীবীদের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৪২

আদালত চত্বরে আইনজীবীদের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ

জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করেন ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যান তারা। 

এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সাথে ছাত্র-জনতার বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান, বারের সহসভাপতি আব্দুল আওয়াল, শাহজাহান আলী ও ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, ‘একটি নৃশংস ধর্ষণ মামলায় আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা। আমরা এর প্রতিবাদ করতেই আদালতে এসেছিলাম।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, ‘আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক।’

  • মেহেদী হাসান/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর