Logo

সারাদেশ

‘আমার ভাই বিএনপি সভাপতি, যা পারেন করেন’

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:১৭

‘আমার ভাই বিএনপি সভাপতি, যা পারেন করেন’

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মাপাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছেন, মাটিগুলো বাঁধের নিচে ফেলে দিলে বাঁধ শক্তিশালী থাকত। কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে। যেটা দেখার কেউ নেই!

জানা যায়, উপজেলার হাসাইল মাছ বাজারের পশ্চিম পার্শ্বে পদ্মা নদীতে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধের কাজ এখনো চলমান। বেড়িবাঁধের জন্য একপাশে সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণে সেইসব সিসি ব্লক বসানো হচ্ছে। ব্লক বসানোর জন্য যে মাটিগুলো কেটে সরানো হয়েছে, সেই মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেড়িবাঁধের কাজ পরিচালনার সংশ্লিষ্টদের সাথে কথা বলতে গেলে স্থানীয় সোহেল বেপারী নামের এক ব্যক্তি বলেন, ‘আপনারা তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, যা জানার আমাকে জিজ্ঞেস করুন। গোরস্তানে ৫০০ গাড়ির মতো মাটি দেওয়া হয়েছে। গাড়িপ্রতি ১হাজার করে নেওয়া হয়েছে।’ 

এই টাকা কে নিয়েছে? জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এ ছাড়াও তিনি বলেন, ‘আমার ভাই বিএনপি সভাপতি, আপনারা যা পারেন করেন।’

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‘মাটি বিক্রি করার সুযোগ নেই। আমি বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • নাজমুল ইসলাম পিন্টু/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর