Logo

সারাদেশ

নওগাঁয় কেজি ২৫

সব রমজানে বাড়লেও এবার কমছে পেঁয়াজের দাম

Icon

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২৩:২৯

সব রমজানে বাড়লেও এবার কমছে পেঁয়াজের দাম

নওগাঁয় গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রকারভেদে কেজিতে ১০ থেকে ১২ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।

স্থানীয় পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের আশানুরূপ উৎপাদন ও ফলন ভালো হওয়ায় দাম কমে এসেছে জেলার হাটবাজারে।

সোমবার (১০ মার্চ) নওগাঁ পৌর পাইকারী ও খুচরা সবজি বাজারে গিয়ে দেখা যায়, রমজানে শুরুর দিকে স্থানীয় হাটবাজারে প্রতিকেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে।

পেঁয়াজ কিনতে আসা এনজিওকর্মী হাসান মাহমুদ বলেন, প্রতি বছর রমজান শুরুতে অন্যান্য পণ্যের সাথে পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু এ বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির চেয়ে কমে এসেছে। এতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।

নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ ফেরদৌস বলেন, রমজান মাসে ইফতার তৈরিতে পেঁয়াজের বেশি প্রয়োজন হয়। এজন্য দামও বেড়ে যায়। কিন্তু এ বছর দাম কমে এসেছে। এতে করে  ভালোমানের ইফতার সামগ্রী তৈরি করা যাচ্ছে ।

পৌরশহরের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী আজাদ ও রহিম হোসেন বলেন, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ পাইকারি দামে কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে দাম কমে এসেছে। দাম কমে আসায় বেচাবিক্রি বেড়ে গেছে কয়েকগুণ বেশি। এতে লাভ হচ্ছে আশানুরূপ। চলতি পেঁয়াজ চাষ মৌসুমে দেশের পেঁয়াজ উৎপাদিত অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় স্থানীয় হাটবাজারে দাম কমে এসেছে। এসে স্বাস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ ১১টি উপজেলার বাজার তদারকি অব্যাহত রাখা হয়েছে।

এম এ রাজ্জাক/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর