Logo

সারাদেশ

হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে টিকা ক্যাম্পেইন, নিন্দার ঝড়

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২৩:৪৪

হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে টিকা ক্যাম্পেইন, নিন্দার ঝড়

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভার ব্যানারে দেশ থেকে পলাতক শেখ হাসিনার ছবি সম্মিলিত ব্যানার দেয়ায় নিন্দার ঝড় উঠেছে। 

সোমবার (১০ মার্চ) সকালে লামা হাসপাতালের উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। 

পরে স্থানীয় ছাত্র-জনতার তোপের মুখে কর্তৃপক্ষ ব্যানার নামাতে বাধ্য হয়। বিষয়টি লামা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত কার দায়িত্ব অবহেলায় এমনটি হয়েছে তা খতিয়ে দেখার জন্য বলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। কর্তৃপক্ষ গত বছরের ব্যানার দিয়ে দায়সাড়াভাবে সভা করার প্রস্তুতি নেয়া হয়। ওই ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল। বিষয়টি জানার পরপরই নিন্দার ঝড় উঠে। 

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তীতে ব্যানার ছাড়াই প্রধান অতিথি হয়ে পূর্ব নির্ধারিত সভা সম্পন্ন করেন। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ সভার আয়োজন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুর মোহাম্মদ জানান, এমটি (ইপিআই), (ভারপ্রাপ্ত) সভার দায়িত্ব ছিল। তার বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর ব্যাখ্যা প্রদান করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল আহমদ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর