Logo

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:১১

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি।

শ্রমিকরা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে একই সময়ে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেছেন শ্রমিকরা।

এতে দুই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

এনএমএম/এটিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর