যুবদল নেতার বাড়িতে আগুন দেওয়ার মামলায় আ.লীগ-নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:৪৫
-67d014cb9a7f9.jpg)
ফরিদপুরের সালথায় যুবদল নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মামলায় আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন নকুলহাটি গ্রামের মৃত জয়নন্দীন মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সালথা উপজেলা যুবদল নেতা কিত্তা গ্রামের বাসিন্দা হাসান আশরাফের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ মামলার আসামি জাকির মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ২০২৫ সকালে উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বিএনপি নেতা নাছির মাতুব্বরসহ ৭৪ জনের নামে থানায় একটি মামলা করা হয়।
পারভেজ/বিএইচ