Logo

সারাদেশ

দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে সিলেটে জমিয়তে উলামার মানববন্ধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৬:৪২

দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে সিলেটে জমিয়তে উলামার মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন অতিথিরা | ছবি : বাংলাদেশের খবর

দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত।

বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলা জমিয়তে উলামা, জমিয়তে আনসার ও জমিয়তে তালাবার যৌথ উদ্যোগে জৈন্তাপুর বাজারে এ মানববন্ধন পালন করা হয়। 

জমিয়তনেতা মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও ছাত্রনেতা নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জমিয়তে আনসার জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক, শ্রমিক জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা বশির আহমদ।

এ ছাড়াও বক্তব্য দেন, জমিয়তনেতা মাওলানা নুরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন জামিল, মাওলানা আব্দুশ শুকুর, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ আবুল হোসাইন, হাফিজ আনোয়ার হোসাইন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশজুড়ে ভয়াবহ রূপে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। উপযুক্ত শাস্তি ও বিচার ব্যবস্থার অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অবিলম্বে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আবু তালহা রায়হান/ডিআর


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ প্রতিবাদ মানববন্ধন জমিয়তে উলামা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর