স্বামীর নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা কেয়া

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:২৩
-67d16e9ead017.jpg)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বামী শিমুল মৃধা ও তার দ্বিতীয় স্ত্রী আয়শা বেগমের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারী। সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, নুরুন্নাহার কেয়ার সঙ্গে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং এরপর থেকেই নুরুন্নাহারের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়।
সোমবারের ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা দাবি করেন, ‘আমি বড় বউকে মারিনি। তার ভাই, মা, বাবা এবং ফুফু আমার বাড়িতে এসে ছোট বউয়ের ওপর হামলা করে। হামলার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে কানের রিং ছিঁড়ে যায়।’
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’
জাকারিয়া জাহিদ/এমআই