Logo

সারাদেশ

ফেসবুকে পোস্ট দেওয়ায় জিয়া মঞ্চের সভাপতিকে কুপিয়ে হত্যা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:৪৬

ফেসবুকে পোস্ট দেওয়ায় জিয়া মঞ্চের সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় কাজী নিজাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। তাদের মধ্যে নাজিমের ভাই জামাল কাজী বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ হামলা ঘটে। ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাইফুল মোল্লা (৩৮), সৈকত শেখ (২২) ও চান মিয়া (৩৮)।

নিহত কাজী নিজাম হিজলা গ্রামের নুর মোহাম্মদ কাজীর ছেলে। তিনি চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ছিলেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে কাজী নিজামকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে পাঠানো হবে।

  • আবু তালেব/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর