Logo

সারাদেশ

টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক, বিপাকে শিক্ষার্থী

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:৩৪

টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক, বিপাকে শিক্ষার্থী

পটুয়াখালীর বাউফলে এক শিক্ষার্থী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি জমা দিয়েও রেজিস্ট্রেশন না হওয়ায় বিপাকে পড়েছেন। শিক্ষার্থীর নাম মাসুমা বেগম, তিনি উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।  

বুধবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাফুজা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মাসুম বিল্লাহ এবং জুনিয়র মৌলভী আইয়ুব আলীর অবহেলায় রেজিস্ট্রেশন হয়নি। জুনিয়র মৌলভী আইয়ুব আলী মাসুমা বেগমের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি গ্রহণ করলেও তা সংশ্লিষ্ট বোর্ড বা কর্তৃপক্ষের কাছে জমা দেননি। ফলে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থী বোর্ড থেকে রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি জানতে পারেন। যা দাখিল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে।  

ভুক্তভোগী শিক্ষার্থী মাসুমা বেগম বলেন, পরিবারের সবার অমতে মায়ের সাপোর্টে অনেক কষ্টে পড়াশুনা চালিয়ে গেছি।তাদের টাকা লাগবে তারা বলতেন। এভাবে আমার শিক্ষাজীবন কেনো হুমকির মুখে ফেললেন তারা?  

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এ কাজের দায়িত্ব আমার নয়। পরে দেখা করে এ বিষয়ে কথা বলতে চাই।’  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

আরিফুল ইসলাম সাগর/এমআই  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর