Logo

সারাদেশ

মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২২:০৭

মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও রমজানে সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াতের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা ও জেলা প্রশাসন। 

বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু করে সৈয়দ কুদর উল্লাহ স্কয়ার পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.বুলবুল আহমদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। এবং ফুটপাত দখল করে কোনোপ্রকার মালামাল দোকানের সামনে না রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে মোট ৮ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, ভবন কিংবা মার্কেট মালিকরা নিজেদের মালিকানায় থাকার কারণে অবৈধভাবে ফুটপাত দখল করে সেখানে ছোটখাটো অস্থায়ী দোকান ভাড়া দিয়ে পকেট ভারি করছেন। এমন দৃশ্য শহরের চৌমুহনা, কুসুমবাগ, চাঁদনীঘাট, বেরিরপাড়, শ্রীমঙ্গল সড়ক, টিসি মার্কেট এলাকা, এম সাইফুর রহমান সড়ক, পৌরসভা ও সদর হাসপাতালের সম্মুখে সড়কের দুপাশের ফুটপাত দখল করে ফলমূল, শাকসবজি, চটপটি-ফুচকাসহ বসিয়েছেন বিভিন্ন পণ্যের দোকান।

এছাড়াও স্থায়ী বেশ কয়েকটি দোকানের সামনের অংশ দখল করে রেখেছেন বিভিন্ন মালামাল। ফলে চলাচলে ভোগান্তিতে পড়তে হয়  পথচারীদের।

উল্লেখ্য, পর্যটন অধ্যুষিত জেলা শহর মৌলভীবাজার নানা কারণে গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে দেশজুড়ে পরিচিত । ১০.৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এ-গ্রেড এর এই শহরটিতে ফুটপাত রয়েছে ৬.৫০ কিলোমিটার।

শাহরিয়ার খান সাকিব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর