Logo

সারাদেশ

মাথা থেকে টুপি ফেলা নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৬:১৪

মাথা থেকে টুপি ফেলা নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি মসজিদে দুই কিশোরের মধ্যে টুপি নিয়ে ঘটিত বিরোধের পর প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় দুই নারী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর মোল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, ১১ মার্চ জয়দেবপুর এলাকার সরোয়ার মোল্যার ছেলে ১৪ বছর বয়সী জাকারিয়া এবং পাশ্ববর্তী বারাংকুলা চরপাড়া এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে ১২ বছর বয়সী হৃদয় মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। এ সময় হৃদয় জাকারিয়ার মাথা থেকে টুপি ফেলে দেয়। এতে উভয়ের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। পরবর্তীতে নামাজ শেষে হৃদয়ের পরিবারের সদস্যরা জাকারিয়ার বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হন। স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করেন।

কিন্তু পরে এই বিরোধ নিয়ে বুধবার রাত ৮টার দিকে বারাংকুলা চরপাড়া এলাকার কবির মোল্যা ও ইয়াছিন মোল্যার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জয়দেবপুর মধ্যপাড়া এলাকার চারটি বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে জাফর মোল্যার স্ত্রী পারভীন বেগম (৪৫) এবং কামাল মোল্যার স্ত্রী তানিয়া বেগম (২৭) বেদম প্রহার পান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তানিয়া বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পারভীন বেগম অভিযোগ করেছেন, ‘পোলাপানে টুপি নিয়ে মসজিদে মারামারি করেছে। এই ঘটনা নিয়ে কবীর মোল্যা ও ইয়াছিন মোল্যার নেতৃত্বে লোকজন এসে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। পরে ঘরের মধ্যে থেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তাদের বাধা দিতে গেলে আমাকে ও আমার জা'কে (দেবরের স্ত্রী) মারধোর করেছে।’

অন্যদিকে, অভিযুক্ত ইয়াছিন মোল্যা পাল্টা অভিযোগ করে বলেন, ‘বুধবার ভোররাতে সাইফুল মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন লোক আমার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় আমাদের পক্ষেরও তিনজন নারী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর