Logo

সারাদেশ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১১

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে ফেরদৌস, লামচরী এলাকার মো. সিরাজের ছেলে দুলাল, চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা , সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী নাজমা , লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে কবির এবং সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালদের খপ্পরে পড়ে রোগীরা। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়, যার ফলে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দালালরা লাভবান হয়।

এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায় এবং ৭ দালালকে আটক করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, সিভিল সার্জনের সঙ্গে আমাদের সভা ছিল, তাই অভিযানের সময় আমি হাসপাতালে ছিলাম না। পরে অভিযান সম্পর্কে জানতে পারি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ‘সদর হাসপাতালে আটক দালালদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

টিপু/এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর