Logo

সারাদেশ

বহিষ্কার আদেশ পেয়ে নেতা বললেন, ‘আল্লাহ যা করেন মঙ্গলের জন্য’

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:২৫

বহিষ্কার আদেশ পেয়ে নেতা বললেন, ‘আল্লাহ যা করেন মঙ্গলের জন্য’

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ পেয়ে ওই নেতা বলেছেন আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের যৌথ সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পথ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতা কর্মীদের বহিষ্কৃত ওই নেতার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

এ বিষয়ে বহিষ্কৃত কালীগঞ্জ উপজেলা  শাখার যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আল্লাহ উত্তম ফয়সালাকারী, এর চেয়ে বেশি কিছু আর বলার নাই।’

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলার সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ। কোনে প্রকার অন্যায়কে ছাড় দেয়া হবে না। তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

রফিক সরকার/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর