Logo

সারাদেশ

নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:৩৭

নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাকিয়ার মল্লিক নিহত হয়েছেন। এ সময় ৬৭ বছর বয়সী এক বৃদ্ধও আহত হয়েছেন। আহত জালাল মিয়া বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত বাকিয়ার মল্লিক বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের মৃত হানিফ মল্লিকের ছেলে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের বাসস্ট্যান্ড মসজিদ থেকে নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন বাকিয়ার মল্লিক ও জালাল মিয়া। এ সময় বোয়ালমারীগামী আলু বোঝাইকৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-০২৪৯) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বাকিয়ার মল্লিক মারা যান। পরে স্থানীয়রা আহত জালাল মিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘাতক ট্রাকটি স্থানীয় কাঁচাবাজারের আড়তে রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। ট্রাকটি বোয়ালমারী বাজারের আলুর আড়ত থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএম জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর