আশুলিয়ায় তিন দিনে তিন ধর্ষণ মামলা, আসামি স্বজনরাই

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৭:৩৯
-67d41576a5452.jpg)
সাভারের আশুলিয়া থানায় গেল তিন দিনে শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় আসামি করা হয়েছে ভুক্তভোগীর সৎ বাবা, অপরটিতে আসামি চাচা। এসব মামলার দুটিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গত ১২ মার্চ রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে শাবলু মাদবর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। অভিযোগ অনুসারে, পাঁচ বছর আগে ভুক্তভোগীর মা শাবলু মাদবরকে বিয়ে করেন। এরপর থেকে শাবলু তার সৎ মেয়েকে এক বছর ধরে ধর্ষণ করছিলেন।
এছাড়া একই দিন আশুলিয়ার নবীনগর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। এ ঘটনার পর থেকে লুৎফর পলাতক রয়েছেন।
অপরদিকে, ১১ মার্চ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার পর অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেল মামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাম্প্রতিক নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাভারে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে। তারা অভিযুক্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, অনেক সময় অপরাধ জানানো হয় না। কিন্তু যদি ঘটনার সাথে সাথে পুলিশকে জানানো হয়, তবে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। এ কারণে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, যেহেতু সাভার একটি জনবহুল এলাকা এবং এখানে বিভিন্ন এলাকার লোকজন বসবাস করেন। তাই এলাকার সচেতন নাগরিকদের উচিত অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করা।
শাহীনুর কবীর বলেন, আশুলিয়ার ঘটনায় ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরিফুল ইসলাম সাব্বির/এমবি