কলাপাড়ায় নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৮:৫০
-67d4260b9a45f.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় সারাদেশে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (এসভাও) নেটওয়ার্কের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এসভাও নেটওয়ার্কের নারী নেত্রী মাছুমা বেগম। কর্মসূচিতে নেটওয়ার্কের সদস্যরা, নারী সংগঠনের নেতারা, যুব ফোরামের সদস্য, শিশু ফোরামের সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। কলাপাড়া উপজেলাতেও সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ ও ন্যায়বিচারের দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ধর্ষণ, সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে একযোগে প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
জাকারিয়া জাহিদ/এমবি