কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২০:৩৯
-67d43fa3bd9c1.jpg)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের ব্যানার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বাজরা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালায়।
এ সময় কুলিয়ারচর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস ডি হৃদয় ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মারধরের শিকার হন।
হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, কুলিয়ারচরে বিএনপির রাজনীতির বাইরে অন্য কোনো রাজনৈতিক কার্যক্রম চলবে না। এসব অভিযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সুমন তালুকদার।
এ ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণঅধিকার পরিষদকে শান্তিপূর্ণভাবে ইফতার অনুষ্ঠান পরিচালনার সুযোগ করে দেয়।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমাদের নেতাকর্মীরা বিষয়টি আমাকে জানালে আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তিনি আরও বলেন, অতীতে আমরা ইফতার মাহফিল আয়োজন করতে গেলে আওয়ামী লীগের হামলার শিকার হতাম। এখন বিএনপিও সেই একই আচরণ করছে। বিএনপি ১৫ বছর ধরে দমন-পীড়নের শিকার হয়েছে। তারা যদি এখন জুলুমকারীর ভূমিকায় অবতীর্ণ হন, তবে তা দুঃখজনক। বিএনপির নেতাকর্মীদের উচিত আওয়ামী লীগের নির্মম পরিণতি থেকে শিক্ষা নেওয়া।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি