Logo

সারাদেশ

গোপনে নারীদের ছবি তুলে নগ্ন বানিয়ে প্রতারণা, মুদি দোকানি গ্রেপ্তার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৮

গোপনে নারীদের ছবি তুলে নগ্ন বানিয়ে প্রতারণা, মুদি দোকানি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিন ধরে নারীদের ছবি গোপনে তুলে তা নগ্ন ছবি হিসেবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সোলায়মান আহমেদ শিশির (২৫) নামের এক মুদি দোকানি। শুক্রবার (১৪ মার্চ) তাকে মির্জাপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জানা গেছে, মির্জাপুরের শুভূল্যা মধ্যপাড়া এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন সোলায়মান আহমেদ শিশির। তার দোকানে আসা স্থানীয় নারীদের অনুমতি ছাড়াই গোপনে তাদের ছবি তুলে পরে সেই ছবিগুলো এডিট করে নগ্ন ছবি তৈরি করেন। পরবর্তীতে এসব ছবি তিনি স্থানীয় কিছু যুবকের মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনা প্রকাশ পেলে একটি ভুক্তভোগী নারী প্রথমে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে শিশির তার কর্মকাণ্ড বন্ধ না করে অব্যাহত রাখেন। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নারী মির্জাপুর থানায় এসে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘অভিযুক্ত সোলায়মান আহমেদ শিশিরের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২০১২) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।’

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর