গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:১৩
-67d50c8b4db93.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাওনা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।
এ দুর্ঘটনায় সিএনজিচালক ওবায়দুল (৩৫), অজ্ঞাতপরিচয় এক নারী (২৮) ও অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রাকচালক দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ট্রাকচালকের সন্ধানে কাজ শুরু করেছে।
দেলোয়ার হোসেন/এমবি