Logo

সারাদেশ

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৪০

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

  • শাহরিয়ার খান সাকিব/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর