Logo

সারাদেশ

‘ইভটিজারের’ মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:২৩

‘ইভটিজারের’ মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

পটুয়াখালীর কলাপাড়া শহরে ইভটিজিংয়ের অভিযোগে এক অটোচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল গাজী (৪০) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজাউল কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চলাচলকারী শিশু ও নারীদের উত্যক্ত করে আসছিলেন। শুধু উত্যক্তই নয়, তিনি অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। শুক্রবার সন্ধ্যায়ও তার সেই আচরণ অব্যাহত থাকে। এর পরই ক্ষুব্ধ জনতা তাকে আটকে মারের পর তার মাথা ন্যাড়া করে দেয়।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে, যা দেখে অনেকে সমালোচনা করছেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • জাকারিয়া জাহিদ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর