Logo

সারাদেশ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ওসিসহ আহত ৬

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৪:৫২

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ওসিসহ আহত ৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে উল্টে যাওয়া আলুভর্তি ট্রাক সরানোর সময় আরেকটি ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও ট্রাকের দুই ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) রাত ৩টার দিকে মির্জাপুর বাইপাস আন্ডারপাসের পশ্চিম অংশে কুয়াশা হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আন্ডারপাস ব্যবহার বন্ধ হয়ে গেলে বিকল্প সড়কে যানজট সৃষ্টি হয়।

দুর্ঘটনায় নিহত ইলিয়াস আলী (৪২) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে।

আহতরা হলেন- গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ সদস্য হারুন ও রাশেদ এবং ব্যবসায়ী তুষার ও আল-আমিন।

জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আলুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস আন্ডারপাস এলাকায় উল্টে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা রেকার এনে ট্রাকটি সরানোর চেষ্টা করেন। এতে সহায়তা করছিলেন শ্রমিক ইলিয়াস আলী।

এ সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে থাকা ৭ জন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস আলীকে মৃত ঘোষণা করেন। আহত ওসিসহ চার পুলিশ সদস্য ও দুই ব্যবসায়ী বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

গোড়াই হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

রাব্বি ইসলাম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর