Logo

সারাদেশ

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৪১

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। 

এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তিনি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটির।

স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা পদ্মা এক্সপ্রেসের। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

মিখায়েল সরেন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর