Logo

সারাদেশ

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বাজার, পছন্দের শীর্ষে তানাবানা শাড়ি

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:১৭

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বাজার, পছন্দের শীর্ষে তানাবানা শাড়ি

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীতে জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড়ে শপিং মলগুলো মুখরিত হয়ে উঠেছে। এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় তানাবানা শাড়ি। যদিও দাম কিছুটা বেশি, তবে ডিজাইন ও মানের কারণে এটি ক্রেতাদের নজর কাড়ছে।  

শনিবার (১৫ মার্চ) নগরীর বিভিন্ন শপিংমলের ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার ঈদ বাজারের কেনাকাটা বৃদ্ধি পেয়েছে।  

রমজানের শুরুতে বাজার কিছুটা ঢিলেঢালা থাকলেও এখন ১৪ রমজানে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর কান্দিরপাড়ের প্লানেট এসআর, সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, কিউ আর টাওয়ারসহ ক্যাটস আই ও অন্যান্য ব্র্যান্ডের শোরুমগুলোতে চলছে বেচাকেনার ধুম।  

এবার ঈদ বাজারে কাঞ্জিবরণ, ফুয়াংফু, পাইনি সিল, হুসকি, তৃষ্ণা, জর্দান কাতান, চেন্নাই সিল ও অরগাঞ্জা শাড়ির পাশাপাশি তানাবানা শাড়ি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে। দেশি কাপড়ের মধ্যে জয়পুরী, কমল, প্যাটেলস ছাড়াও ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের জমজম, বিন হামিদ, লাকজেরি, বিপুল, চিনন, ভিভেক থ্রি-পিস, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট সবই পাওয়া যাচ্ছে।  

ব্যবসায়ীরা জানান, এবার তারা দ্বিগুণ বিক্রির আশা করছেন। দেশি কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের বাহারি পোশাকের চাহিদাও বেড়েছে। থ্রি-পিসের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, পাশাপাশি বোরকার চাহিদাও বেড়েছে।  

ক্রেতারা জানাচ্ছেন, এবারের ঈদ কালেকশনের ডিজাইন বেশ আকর্ষণীয়, তবে দাম কিছুটা বেশি। মেয়েদের পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। কেউ পরিবারসহ, কেউ মায়ের সঙ্গে, আবার কেউ বাবার সঙ্গে মার্কেটে এসেছেন পছন্দের পোশাক কিনতে।  

সাত্তার খানের বিসমিল্লাহ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আলী আজম বলেন, প্রতি বছরের মতো এবারও ১৪ রমজানে বেচাকেনা ভালো হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে। এবারের ঈদে নারীদের সবচেয়ে বেশি চাহিদা তানাবানা শাড়ির। দামও সাধ্যের মধ্যে, যা ৪,৫০০ থেকে ৮,৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

খন্দকার হক টাওয়ারের ব্যবসায়ী কাজল জানান, রমজানের মাঝামাঝি সময়ে বিক্রি বাড়ছে, তবে অনেকে এখনো শুধু দেখেই যাচ্ছেন। বেতন-বোনাস পেলে মূল কেনাকাটা আরও বাড়বে।  

কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও নিউ লেডিস কর্নারের মালিক আলহাজ আবদুর রহমান বলেন, কান্দিরপাড় ঈদের কেনাকাটার প্রাণকেন্দ্র। অভিজাত শপিং মলে কেনাকাটা করতে এসে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করছে। আমরা আশা করছি, রমজানের শেষদিকে বিক্রি আরও বাড়বে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদ বাজার তানাবানা শাড়ি কুমিল্লা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর