বাউফলে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:৪৫
-67d56865760b0.jpg)
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি সদর রোড বাজারে ‘তালুকদার মোবাইল শপ’ নামের একটি পাইকারি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক এনায়েত তালুকদার জানান, তিনি শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন নতুন একটি তালা লাগানো রয়েছে। এতে সন্দেহ হলে তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং দেখতে পান দোকানের শেলফ ও ক্যাশবাক্স সম্পূর্ণ খালি।
তিনি আরও জানান, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে মূল্যবান ১২৮টির বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সার্ভিসিংয়ের জন্য রাখা ১০টি মোবাইল এবং তিন দিনের বিক্রির নগদ ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, সেখানে চুরির দৃশ্য ধরা পড়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
আরিফুল ইসলাম সাগর/এমএইচএস