Logo

সারাদেশ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ক্ষমতায় আসবে বিএনপি : সেলিম ভূঁইয়া

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫১

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ক্ষমতায় আসবে বিএনপি : সেলিম ভূঁইয়া

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন শিক্ষকদের সব সমস্যার সমাধান করা হবে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া কনভেনশন সেন্টারে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, বসুন্ধরা কোম্পানির মালিক বলেছেন, ‘কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা শেখ হাসিনার সঙ্গে আছেন’। এখন কিংস পার্টি, অর্থাৎ যেটি এ সরকার গঠন করেছে, ছাত্ররা এদেরকে ১৫শ’ কোটি টাকা দিয়েছে এ কোম্পানি। আর যে কারণে শিক্ষার্থীরা বই পাচ্ছে না, এর জন্য ৪শ’ কোটি টাকা চাঁদাবাজি করেছে এ সমন্বয়করা। তাহলে চাঁদাবাজি করে কারা? প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, এ সমন্বয়কদের মধ্যে সব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রবেশ করেছে। কিন্তু বিএনপির চাঁদাবাজির মধ্যে কেউ নেই। তারপরেও বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে। এরপরেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলের কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন, তাকে শুধুমাত্র পুলিশে ধরিয়ে দেয়া নয়, তাকে দলের পদ-পদবি থেকে বহিষ্কৃত করা হবে। আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ওয়ার্ড পর্যায় থেকেও যদি কেউ চাঁদাবাজি করে, তাদের কোনো নিস্তার নেই।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত সচিব জকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা।

সংগঠনের জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক কর্মচারী ঐক্যজোট লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যক্ষ নুরুল আলম, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সফিউল্লাহ সরকার প্রমুখ।

এদিন বিকাল ৩টায় একই স্থানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর