ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৩:৫৬
-67d6841aab832.jpg)
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মজিবর মোল্লা (৬৫)। তিনি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার বাসিন্দা।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, লাবিবা পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত ভ্যান উল্টে যায়। এতে ভ্যানে থাকা চালকসহ তিনজন যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
মিজান/এমবি