-67d6934730d3c.jpg)
ফেনীর মহিপাল বাস স্টেশন এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র্যাব। রোববার (১৬ মার্চ) সকালে ফেনীস্থ র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মোছা. রশিদা বেগম (৬০) ও মোছা. সুফিয়া খাতুন (৪৫)। তারা কক্সবাজারের রামুর পাইপ বাগান এলাকার কাদের হোসেন ও আবদু শুক্কুরের মেয়ে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে ফেনীর মহিপাল বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র্যাব-৭ এর একটি দল। এ সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সামনে ২ নারীসহ একটি সিএনজি এসে দাড়ায়, সিএনজিতে থাকা নারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে সিএনজি তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করে।
ফেনীস্থ র্যাব-৭ এর মিডিয়া উইং সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, আটককৃত নারীরা কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তা ফেনী ও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.এমরান পাটোয়ারী/এটিআর