খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্কুলের অডিটোরিয়াম ভবনের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:২২
-67d6a65227c98.jpg)
খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্কুল’র নবনির্মিত অডিটোরিয়াম ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে ২০৩ পদাতিক খাগড়াছড়ি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন। এরপর স্কুলের বিভিন্ন অংশ পরিদর্শন করেন তিনি।
এদিন নতুন ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কমান্ডার শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি রিজিয়ন কাজ করে যাচ্ছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, রিজিয়নরে জিটুআই মেজর মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এবং প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এটিআর