Logo

সারাদেশ

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:৩৬

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

কুমিল্লার হোমনায় এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৬ মার্চ) সকালে পুলিশ মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জাবেদউল ইসলাম। তিনি বলেন, শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার ধারে একটি গ্যারেজের পাশে ফেলে রাখা হয়। নিহত যুবকের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন কখনো অটোরিকশা চালাতেন, আবার কখনো বেকার থাকতেন।

ওসি জাবেদউল বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না— তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো সুস্পষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করা হয়নি। আমরা নিজেরাই তদন্ত করছি, আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের কারণ জানতে পারব।

সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর