Logo

সারাদেশ

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৯:২২

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোনাইছড়ি খালে অবৈধভাবে সরকারি মাটি উত্তোলন ও অপসারণের অভিযোগে ২ জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (১৬ মার্চ) বারপাড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনাইছড়ি খালে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। তবে প্রশাসনের অভিযানের সময় অভিযুক্তরা বারবার পালিয়ে যেত। অবশেষে এলাকাবাসীর সহায়তায় রোববার অভিযুক্তদের আটক করা হয় এবং অভিযানে জড়িত দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি কাটার জন্য ব্যবহৃত একটি ভেকুও জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রেফাই আবিদ জানান, ‘অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সোনাইছড়ি খালের মাটি কাটার সঙ্গে জড়িত ২জনকে আইনের আওতায় আনা হয়েছে।’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া বলেন,‘মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের প্রশাসন কঠোর অবস্থানে আছে ।জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। সোনাইছড়ি খাল রক্ষায় এ অভিযান তারই একটি অংশ। পুরো জেলা জুড়েই মাটি কাটা রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর