ধর্ষণ মামলার বাদীকে হত্যার অভিযোগ, পাশে থাকার আশ্বাস তারেকের

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২১:০৩
-67d6e83e6708b.jpg)
বরগুনায় ধর্ষণ মামলার বাদী মন্টু চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (১৬ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আমানউল্লাহ আমান। বরগুনার কালিবাড়ি এলাকায় এই উপহার সামগ্রী হস্তান্তরের সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মন্টু চন্দ্র দাস তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ ওইদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে মামলার শুনানির আগের রাতে (১২ মার্চ) মন্টু চন্দ্র দাসের মরদেহ তার বাড়ির পেছনে পাওয়া যায়।
নিহতের পরিবার দাবি করেছে, মন্টু চন্দ্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
এ অবস্থায় রোববার বিকেলে উপহার সামগ্রী হস্তান্তরের পর তারেক রহমান হোয়াটসঅ্যাপ কলে মন্টু চন্দ্রের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি শোক প্রকাশ করে বলেন, 'বিএনপি আপনাদের পাশে আছে। আমরা সব ধরনের সহায়তা করব এবং আইনি লড়াইয়ে সর্বাত্মক সাহায্য করা হবে।‘
তারেক রহমান আরও বলেন, `আপনাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে এবং দলের আইনজীবীরাও সহায়তা করবে।‘
খান নাইম/এটিআর