-67d7931d9edac.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সাগজত (৫০) নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে হরিনারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সাগজত কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকার একজন মুদি দোকানদার।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে শিশুটি সাগজতের দোকানে গেলে তিনি বিস্কুটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করেন। বাড়ি ফিরে ঘটনাটি জানালে মা ও দাদি প্রতিবেশীদের সঙ্গে মিলে অভিযুক্ত ব্যক্তির কাছে জানতে চান। তখন তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান।
পরে ভুক্তভোগীর মা স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ জানাতে এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে খরচের কথা ভেবে তারা আর থানায় বা হাসপাতালে যাননি।
শিশুটির বাবা জানান, তিনি ঘটনার সময় ঢাকায় ছিলেন। বাড়ি ফিরে স্ত্রী থেকে বিষয়টি জানার পর পরদিন সকালে সাগজতের দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সাগজত ভুল স্বীকার করলে তিনি রাগান্বিত হয়ে তাকে ঘুষি মারেন। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের অভিযোগ, সাগজতের বিরুদ্ধে এর আগেও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। তখন ভুক্তভোগীর পরিবার লোকলজ্জার ভয়ে বিষয়টি ধামাচাপা দিতে বাধ্য হয়। এবারও একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ জনতা সাগজতের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলাদেশের খবরকে জানান, রোববার দুপুরে হরিনারায়ণপুর এলাকা থেকে অভিযুক্ত সাগজতকে আটক করা হয়েছে।
আকরামুজজামান আরিফ/এমবি