শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:১৭

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতন পরিশোধ ও লে-অফ খুলে দেওয়ার দাবিতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোলার সিরামিক কারখানার শ্রমিকরা।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় এ অবরোধ শুরু হলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে বেলা পৌনে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মালিকপক্ষের আর্থিক সংকট ও পর্যাপ্ত অর্ডার না থাকায় গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সোলার সিরামিক কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। এরপর ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুনরায় লে-অফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কারখানার সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা এক মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, লে-অফ খুলে দেওয়ার পাশাপাশি ঈদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন তারা। যদি কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়, তবে তাদের সার্ভিস অনুযায়ী সব পাওনা পরিশোধ করতে হবে বলে জানান শ্রমিকরা। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে কারখানার সামনে অবস্থান করছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোহেল/এমবি