র্যাব পরিচয়ে টাকা হাতিয়ে নিতে গিয়ে ধরা খেলেন সাবেক আনসার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:০৯
-67d802d45bf3c.jpg)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় র্যাব পরিচয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় সাবেক আনসার সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় জনগণ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত ব্যক্তি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে হানিফ খান (৪৫)।
জানা গেছে, হানিফ খান নিজেকে র্যাবের সদস্য পরিচয় দিয়ে স্থানীয় একটি গুম ও হত্যা মামলার তদন্তের নাম করে আসামির কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জনগণ তার পরিচয়পত্র দেখতে চায়। প্রথমে তিনি নিজেকে টাঙ্গাইল-র্যাব ১৪ এর সদস্য দাবি করলেও পরে জনগণের চাপের মুখে স্বীকার করেন, তিনি র্যাবের সদস্য নন। তিনি একজন সাবেক আনসার সদস্য। স্থানীয়রা তার পূর্ব পরিচয়পত্র দেখে নিশ্চিত হন এবং পুলিশকে খবর দেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
- রাব্বি ইসলাম/এমজে