ভাঙ্গায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৪৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের ভাঙ্গায় ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ ইফতার বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (স্থগিত কমিটি) সজিব মাতুব্বর।
স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতার বিতরণকালে সজিব মাতুব্বর বলেন, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, রোগী, ডাক্তার ও হাসপাতালের স্টাফদের মধ্যে ইফতার বিতরণ করায় ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি অতীতে ভালো কাজ করেছে, আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের পর ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ভ্যানচালক ও পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। এ সময় ভাঙ্গা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরান/এইচকে