জাপার শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
‘আমরাও অপরাধী, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি’

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৯:১৩
-67d8200bec029.jpg)
চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে মতলব দক্ষিণের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণপদত্যাগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের। এ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ডি এম আলাউদ্দিন বলেন, ‘জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। আমরা মনে করি, এতে আমরাও অপরাধী। এ জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।’
তিনি আরও জানান, উপজেলার ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৯০% নেতাকর্মী পদত্যাগ করেছেন। ভবিষ্যতে নতুন কোনো দলে যোগ দিলে সবাই একসঙ্গে যোগদান করবেন এবং দেশের স্বার্থে কাজ করবেন।
- আলআমিন ভুইয়া/এমজে