লক্ষ্মীপুরে যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৯:১৭

ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরে যুবদলের নাম ব্যবহার করে চাঁদা দাবি করার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদলের নেতারা। সোমবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘যুবদলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলেই তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘যেই আমাদের দলের নাম ব্যবহার করে অপকর্ম করেছে, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
রেজাউল করিম লিটন আরও বলেন, ‘যদি যুবদলের কেউ সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, সেই দায়ভার জেলা যুবদল নেবে না। অভিযুক্ত ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, সম্প্রতি বেড়িবাঁধ সংস্কার কাজের চাঁদা দাবি ও শ্রমিক মারধরের ঘটনায় আনোয়ার সম্রাটকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আনোয়ার সম্রাটকে ১০ বছর আগেই যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর মেম্বারের সহযোগী ছিলেন। যুবদলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ বিশ্ব ব্যাংকের অর্থায়নে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ১০.০৪৮ কিলোমিটার অংশ সংস্কারের কাজ চলছিল। এ সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে আনোয়ার সম্রাটের নেতৃত্বে ২০-৩০ জন লোক শ্রমিকদের কাজে বাধা দেয়। পরে আনোয়ার সম্রাট নিজে লাঠি দিয়ে ৬ শ্রমিককে মারধর করে আহত করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস