Logo

সারাদেশ

দিনে অটোরিকশা প্রবেশ করবে না চাঁদপুর শহরে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৯:৩৬

দিনে অটোরিকশা প্রবেশ করবে না চাঁদপুর শহরে

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, শহরের যানজট নিরসনে আগামী ৮ এপ্রিল থেকে শহরের সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ করবে না। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, যেমন রোগী বহনকারী অটোরিকশা ছাড়া, অন্য কোনো অটোরিকশা শহরে চলবে না।

সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পৌরসভার যানজট নিরসনে সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, দিনের বেলায় শহরে লরি বা ট্রাক প্রবেশ করবে না। রাত ৮ টার পরে অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। একই তারিখ থেকে লাল রঙের অটোরিকশা শহরে চলতে শুরু করবে।

জেলা প্রশাসক বলেন, ‘যানবাহন চলাচলে শহরের এ সিদ্ধান্ত গ্রহণ করলে শহরে অটোচালকদের আয় বেড়ে যাবে এবং যানজটও কমে যাবে। বর্তমানে যানজটের কারণে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিতে হচ্ছে। আমি সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

  • আলআমিন ভুইয়া/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর