চাঁদপুরের শাহরাস্তিতে একজনকে গলাকেটে হত্যা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২৩:৫৮

চাঁদপুরের শাহরাস্তিতে আলমগীর হোসেন (৩৫) নামে একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে গলাকেটে করে হত্যা করা হয়।
প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে জানায় যে বাসায় ছাদে চোর এসেছে। পরে সে ছাদে উঠে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে মরদেহ দেখতে পাই।
খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসায় গেইট বন্ধ ছিল। ছাদে উঠার বিকল্প কোনো পথও নেই।
তবে গাছ দিয়ে ছাদে ওঠেছে বলে ধারণা করছেন তিনি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আবু মুছা আল শিহাব/ওএফ