Logo

সারাদেশ

ফেনীতে বিএনপির ইফতারে ওলামা লীগ সভাপতি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৮

ফেনীতে বিএনপির ইফতারে ওলামা লীগ সভাপতি

ফেনীর পরশুরাম পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মনছুর মোল্লা। তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সলিয়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় ইফতারের আয়োজন করেন।

সেখানে মূল স্টেইজে জেলা ওলামা লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মনছুর মোল্লাকে দেখা যায়। তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মজনু বলেন, তাকে আমি দাওয়াত দিইনি। উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান দাওয়াত দিয়েছেন।

তবে উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, মনছুর মোল্লা কীভাবে স্টেইজে উঠলেন, তা আমি জানি না।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর