
সুনামগঞ্জে গভীর রাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক মালবাহী ট্রাকে তল্লাশি চালানোর সময় পুলিশকে নিয়েই পালাচ্ছিলেন এক ডাকাত দলের সদস্যরা। পরে ট্রাকটিকে ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মদনপুর-দিরাই রাস্তার দিরাই থানাধীন শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃতরা একটি ডাকাত দলের সদস্য। ওই ট্রাকটি তারা ডাকাতির কাজে ব্যবহার করছিল। তাদের কাছে রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিরাই থানার পুলিশ সদস্য মামুনকে নিয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করেছিল। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে তারা বিপরীতমুখী একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এরপর তারা পালানোর চেষ্টা করেছে। তবে পালাতে গিয়ে তারা দুইজনেই আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া পুলিশ দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সদস্য মামুন সুস্থ রয়েছেন বলে জানান থানার ওসি।
আব্দুল হালিম/এমবি