নরসিংদী পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পরীক্ষা বর্জন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৩:৫২

ছবি : বাংলাদেশের খবর
দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির খবরের প্রতিবাদে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকালে ইনস্টিটিউটের মধ্যপর্বের পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। তবে এ পদোন্নতির বিষয়ে কোনো হাইকোর্টের রায় বা সরকারি নির্দেশনা দেখাতে পারেননি শিক্ষার্থীরা।
সকালে ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন।
সমাবেশে বক্তব্য রাখেন আরএসি বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী আরিফ বিল্লাহ, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের শিক্ষার্থী তামজিদ হোসেন, আরএসি ৩য় পর্বের শিক্ষার্থী মো. সিয়াম, মো. আব্দুল্লাহ, সিভিল ৭ম পর্বের শিক্ষার্থী মো. সবুজ ইসলাম, মো. শাহীন ও কম্পিউটার ৩য় পর্বের শিক্ষার্থী রাশেদুল ইসলাম প্রমুখ।
সুমন রায়/এমবি