Logo

সারাদেশ

নওগাঁয় ‘মিথ্যা মামলায়’ হয়রানির অভিযোগ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৪:৫৯

নওগাঁয় ‘মিথ্যা মামলায়’ হয়রানির অভিযোগ

নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে ধামইরহাট উপজেলার দৈওউল বাড়ি গ্রামের ভুক্তভোগী লিজার বাড়ির আঙিনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিজা বলেন, প্রায় ১০ বছর আগে নওগাঁ সদর চকবাড়িয়া এলাকার মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আত্তরঙ্গযেব সরদার ওরফে ডিয়ারের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর তার মা লায়লা আঞ্জুমান আমাদের বিয়ে অস্বীকার করেন। তখন নিরুপায় হয়ে আমরা সদর গ্রীন সিটিতে ভাড়া বাসায় শান্তিপূর্ণভাবে ১০ বছর ধরে বসবাস করি।

তিনি আরও বলেন, বসবাসের সময় সড়ক দুর্ঘটনায় আমার স্বামী আত্তরঙ্গযেব ডিয়ারের মৃত্যু হয়। মৃতের পর শাশুড়ি আমার পরিবারের বিরুদ্ধে পরপর ৩-৪টি মিথ্যা মামলা দায়ের করেন। ওই তিনটি মামলা থেকে আমরা খালাস পেয়েছি। তবে এখনো একটি মামলা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

লিজা অভিযোগ করেন, তার ছেলের মৃত্যুর ২৪ দিন পর শাশুড়ি জেলা কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান প্রভাব দেখিয়ে বাদি হয়ে আমার পরিবারের সদস্য ইব্রাহিম হোসেন, হাফিজুর রহমান, তৌফকুল ইসলাম, রবিউল ইসলাম ও রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বলেন, কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান তার ছেলের মৃত্যুর পর আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। তাই আমরা তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানাচ্ছি।

এম এ রাজ্জাক/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নওগাঁ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর