খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৫:৩২
-67da8f121b956.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর ১ জন সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় মাটিরাঙ্গার তাইন্দংয়ের হেডম্যান পাড়াএলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি, হেডম্যান পাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে সুবি ত্রিপুরা (৩৫)। সে ইউপিডিএফ এর একজন সদস্য। এ ঘটনায় সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) আহত হয়েছেন।
সকালে খাগড়াছড়ি ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমকর্মীদের সংবাদ লিখিত বিবৃতির মাধ্যমে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, সকালের ঘটনায় শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হন। সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) কপালে জখম হয়ে আহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদিতে বসে তার পালিত সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ডে মেতে উঠেছেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সন্তু লারমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে আঞ্চলিক পরিষদে বহাল রেখেছে।
ইউপিডিএফ নেতা অবিলম্বে তাইন্দংয়ে ইউপিডিএফ সদস্যকে হত্যা ও নারীকে আহতের ঘটনায় জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি প্রদান এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানান তিনি।
ছোটন বিশ্বাস/এমআই