Logo

সারাদেশ

আসামি ছিনিয়ে নিতে এসে মহিলা দল নেত্রী গ্রেপ্তার

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৫:৩৬

আসামি ছিনিয়ে নিতে এসে মহিলা দল নেত্রী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

আটক আসামিকে ছিনতাই চেষ্টা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় বরগুনার পাথরঘাটা মহিলা দলের সভানেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারীর নাম ইসরাত জাহান শিরিন (৪০)। এসময় সারজিনা মিম (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মার্চ (মঙ্গলবার) রাত দশটার দিকে বরগুনা থানার নিয়মিত মামলার আসামি মো. সোহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।  কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ্রইসরাত জাহান শিরিন নামে এক নারী থানার অফিস কক্ষ ও থানা হাজতখানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার সাথে সারজিনা মীম নামে আরও এক নারী ছিল। তারা পুলিশের সাথে খারাপ আচরণ করলে তাদেরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ভবিষ্যতে  পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধ সংঘটিত হলে তাদের বিরুদ্ধেও কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খান নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মহিলা দল নেত্রী গ্রেপ্তার পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর