Logo

সারাদেশ

চাঁদা নিয়ে গাড়ি কেনেননি ওসি, ব্যবসায়ীদের ক্ষোভ!

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ২০:০৭

চাঁদা নিয়ে গাড়ি কেনেননি ওসি, ব্যবসায়ীদের ক্ষোভ!

মো. মহিদুল ইসলাম।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার জন্য নতুন গাড়ি কিনতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা নেওয়ার তিন মাস পার হলেও এখনো গাড়ি কেনেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।  

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার গাড়িতে আগুন দেওয়া হয়। ওই সময় থানার ওসি মোল্লা সোয়েব আলী আর থানায় যোগ দেননি। পরে নতুন ওসি হিসেবে দায়িত্ব নেন মো. মহিদুল ইসলাম। তিনি থানায় যোগ দেওয়ার পর স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে থানার জন্য নতুন গাড়ি কেনার জন্য চাঁদা দাবি করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন থানায় হামলার ঘটনায় মামলা হবে এবং কেউ ছাড় পাবে না।  

ওসির এমন ঘোষণার পর আতঙ্কিত হয়ে বাজার ব্যবসায়ীরা চাঁদা তুলে গত ৫ ডিসেম্বর ওসিকে অর্থ প্রদান করেন। বাজার ব্যবসায়ী নেতা ও সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনো গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।  

স্থানীয় এক বিএনপি নেতা বলেন, গাড়ির নামে ওসি ছাত্রজনতার হত্যাকারী ও থানা ভাঙচুরে জড়িতদের সঙ্গে আঁতাত করেছেন। সরকার থানার গাড়ি দেবে, তাহলে ব্যবসায়ীদের কাছ থেকে কেন টাকা নিয়ে গাড়ি কিনতে হবে?

বাজার ব্যবসায়ী নেতা আবুল হোসেন শেখ বলেন, ‘পুলিশের সেবার জন্যই এই অর্থ দেওয়া হয়েছে, এবং ঈদের আগেই গাড়িটি থানায় আসবে বলে শোনা যাচ্ছে।’

এ বিষয়ে ওসি মহিদুল ইসলাম বলেন, ‘আমি ডিআইজি স্যারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন ব্যবসায়ীরা চাইলে একটা ব্যবস্থা করে দেবেন। প্রয়োজন হলে আমি যোগাযোগ করব।’

মো. নাজমুল ইসলাম পিন্টু/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর