ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি : শামসুদ্দিন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:০৩

ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেছেন, চোখ-কান খোলা রাখতে হবে। বিএনপির বিরুদ্ধে বৃহৎ ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না।
বুধবার (১৯ মার্চ) বিকালে আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকারের জন্য লড়াই করে আসছে বিএনপি। এ গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার সাধারণ জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য কাজ করছে বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। এতে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. আজিজ, সদস্য সচিব আমির হোসেন, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
ইফতার পূর্ব মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাকিবুল/এমবি