পাওনা টাকা না পেয়ে বাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:১০

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা আদায়ের জন্য এক যুবদল নেতার বিরুদ্ধে দেনাদারের বাড়ির উঠানের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের আজাহার মিয়া নামে এক ব্যক্তি স্থানীয় যুবদল নেতা মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে ১ লাখ টাকার ইট কিনেছিলেন। আজাহার মিয়া ওই ইট ঢাকার একটি সাইটে সরবরাহ করেছিলেন। কিন্তু সাইটের ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে পালিয়ে যান। এরপর মাসুদ সিকদার আজাহার মিয়ার কাছ থেকে ইটের টাকা আদায়ের চেষ্টা করেন।
আজাহার মিয়ার অভিযোগ, মাসুদ সিকদার একটি সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে রাতের অন্ধকারে প্রভাব খাটিয়ে তার বাড়ির উঠানের মাটি ভ্যাকুয়াম মেশিন দিয়ে কেটে নিয়ে যান।
আজাহার মিয়া বলেন, ‘সিকদার পরিবারের ভয়ে এলাকার কেউ কথা বলতে পারে না। তারা জোরপূর্বক আমার বাড়ির মাটি কেটে নিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’
যুবদল নেতা মাসুদ সিকদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আজাহার মিয়া ৪ বছর আগে ৫০ হাজার টাকার ইট নিয়েছিল। পরে আরও কয়েক দফায় ৫০ হাজার টাকা নেয়। টাকা দিতে না পারায় সে নিজেই তার বসতবাড়ির লাল মাটি বিক্রি করার প্রস্তাব দেয়। আমি ১,২০০ টাকা প্রতি গাড়ি হিসাবে ৮৬ গাড়ি মাটি কেটেছি। আমি জোর করে মাটি কাটিনি।’
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। যদি কেউ আনুষ্ঠানিক অভিযোগ করে, তাহলে আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’
রাব্বি ইসলাম/এমজে